চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত

পূর্বকোণ ডেস্ক

১৮ মে, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আ. লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বক্তারা বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চবি শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক আইন অনুষদের ডিন প্রফেসর ড. জাকির হোসেন বলেন, আজ থেকে ৩৮ বছর আগে এই দিনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ৭১-এর পরাজিত শক্তি এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বুকে কাঁপন ধরে। শেখ হাসিনা সামরিক স্বৈরাচারের কবর রচনা করে জাতিকে মুক্তি দিয়েছেন। সেইদিন সময়ের দাবি অনুযায়ী শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতির পদ গ্রহণ এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। তিনি গতকাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আজাদ খান, সুমন দেবনাথ, মাসুদ উদ্দিন হামেদ নওয়াজ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট টিপু শীল জয়দেব, সংস্কৃতিক কর্মী তানভীরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলাম মোস্তাফিজ, মাস্টার আবদুর রহিম চৌধুরী, মোহাম্মদ এনাম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, লুবাবা ফেরদৌস, সানজিদা রহমান, বৈশাখী বোস, রাবেয়া ইসলাম তানহা, আয়েশা নূর, শাইকা শবনম, তিথি বিশ্বাস, স্মৃতি বড়–য়া কণা, সেঁজুতি রায় টুম্পা প্রমুখ।
লালখান বাজার ওয়ার্ড আওয়ামী ও অঙ্গসংগঠন : আ. লীগের সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল এক আলোচনা সভা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবুর সঞ্চালনায় লালখান বাজার শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিদ্দিক আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুল হাসনাত মো. বেলাল। বক্তব্য রাখেন শামসুল আলম শওকত, আবদুল মজিদ আলী, সৈয়দ শওকত হোসেন, সিজান দাশ, আলী আক্কাস, সুজন পাল, সবুজ মিয়াজী, সাইদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আবদুল হক, আহমেদ হাসান জুয়েল, মাসুদ রানা, জাহিদ হাসান রাসেল, মহিম উদ্দিন আহমেদ মহী, মো. ইমরান, মো. সাহাবউদ্দিন, সাইফুল ইসলাম মানিক, মো. রুহুল আমিন, মো. শরিফ হোসেন, মো. শামীম, আবদুল হালিম রুবেল, মাহমুদুল হাসান, সাদমান হোসেন টিপু, মো. কাউসার, মো. শহীদ, মো. সাজ্জাদ, সাজ্জাদ হোসেন শামীম, মো. নাছির হোসেন, সালাউদ্দিন লাভলু, আল আমিন হোসেন আমান, হোসেন মো. সেলিম প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ: সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন।
প্রত্যাবর্তন দিবসের তাৎপর্যের উপর আলোচনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক কেবিএম. শাহজাহান। আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মহানগর সদস্য সাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, তারেক মাহমুদ পাপ্পু, সত্যজিৎ চক্রবর্তি সুজন, আনোয়ারুল ইসলাম বাপ্পি, পংকজ চৌধুরী কংকন, জিয়া আমানত নয়নসহ মহানগর, থানা ও ওয়ার্ড স্বচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
হালিশহর থানা ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে নিউ এ ব্লক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশরতœ শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাম ছামদানি জনি, মোজাম্মেল হক চৌধুরী, সাব্বির আহমেদ শামীম, আরিফ খান, আলাউদ্দিন হোসেন, ওয়াসি খান পিয়াস, রিগ্যান আহমেদ, আরমান হোসেন, মাহফুজ আহমেদ ফাহিম, আকিব আহমেদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শামীম, মো. সজীব, মো. নাবিব, অন্তর হোসেন, ইসমাইল হোসেন, আবু সুফিয়ান সাকিব, সাইমুন খান, মো. বাদশা, রুবেল দাশ, হাবিবুর রহমান, মো. আলী, মো. সুজন, মো. রাকিব, মো. মিজান, মো. রনি প্রমুখ।
যুক্তরাষ্ট্র যুবলীগ : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউইয়র্কে যুবসমাবেশ ও ইফতার-মাহফিল করলো যুক্তরাষ্ট্র যুবলীগ।
জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে গত বৃহস্পতিবার এ সমাবেশের অতিথি হিসেবে বাকসুর সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর বলেছেন, ‘একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসরেরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার পর ভেবেছিল যে, বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবে। কিন্তু সেটি তারা ঘটাতে সক্ষম হয়নি জাতিরজনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
যুবলীগ নেতা নূরল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সেবুল মিয়া ও সাদেকুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, হাকিকুল ইসলাম খোকন, আব্দুর রহিম বাদশা, মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট শাহ বখতিয়ার, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, শরিফ কামরুল হিরা, কায়কোবাদ খান, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, ওয়ালি হোসাইন, জাভেদ সিরাজ, শেখ জামাল হোসেন, রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, রিন্টু লাল দাস, হেলিমউদ্দিন, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহিন জামালী, রেজা আব্দুল্লাহ স্বপন, রবিউল ইসলাম, মিজান চৌধুরী, মামুন সরকার, হুমায়ূন কবীর এবং মিশু খান। আরো ছিলেন নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি জাহিদ খন্দকার, সহ-সভাপতি মামুন হুসাইন, মাহমুদুর রহমান, আদনান আলী, জাকের হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট