১৭ মে, ২০১৯ | ৫:৪৯ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে আনা এক শিশুসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ সময় জেয়াবুল হোসেন (২২) নামের এক মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার রোহিঙ্গারা হলেন, এনামুল্লাহ (২৬), সুরিয়া বেগম (৩৫), তার মেয়ে উম্মে রুমা ও সাহিদা আক্তার (১৭)। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেন হতে তাদের উদ্ধার করা হয়।
রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজ ভূইয়া জানান, উদ্ধার চার রোহিঙ্গা কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। আটক জেয়াবুল হোসেন রিয়াজ উদ্দিন বাজারস্থ কুতুব ট্রাভেলস এন্ড ট্যুরসে কর্মরত। সে টাকার বিনিময়ে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের তূর্ণানিশিতা ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম হতে ঢাকা নিয়ে যাচ্ছিল। ঢাকা হতে তার ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাসপোর্ট সংগ্রহসহ মধ্যপ্রাচ্যে পাচারের পরিকল্পনা ছিল। তার সহযোগী আব্দুল হাকিম ও অন্যান্য সহযোগী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক জেয়াবুল হোসেন সাতকানিয়ার চুরামনি গ্রামের পশ্চিম পাড়ার মরহুম সামছুল ইসলামের ছেলে।
The Post Viewed By: 371 People