চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে ভেজাল চা ও মসলা জব্দ

পূর্বকোণ ডেস্ক

১৭ মে, ২০১৯ | ৫:০৪ অপরাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর থানাধীন জগন্নাথ বাড়ি রোড এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে একশ কেজি ভেজাল ও নিম্নমানের চা এবং মসলা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে আজ শুক্রবার (১৭ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, একটি ছোট্ট ঘরে দেশি-বিদেশি প্রায় ২০টি পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল এই কারখানায়। সিলন চা, মির্জাপুর চা, রাঁধুনী সরিষা তেল, রাঁধুনী হালিম মিক্স, রাঁধুনী পায়েস মিক্সসহ বিদেশি নানান ব্র্যান্ডের নকল পণ্য বানানো হচ্ছিল এই কারখানায়। পুরনো নিম্নমানের চা ও মসলাই মূলত প্যাকেটজাত করা হচ্ছিল নানান ব্রান্ডের। মসলার বস্তা থেকে বিদেশি ব্র্যান্ডের প্যাকেট করা হচ্ছিল। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত নিম্নমানের মালামাল ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট