চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে মনসুর খুনের জের

১১ জনের নামে হত্যা মামলা দায়ের অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা হ ফটিকছড়ি

১৬ মে, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে জায়গা জমি বিরোধের জের ধরে গত ১৪ মে সন্ধ্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত আবুল মনছুর (৩৮) খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বড় ভাই মো. লোকমান বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ফটিকছড়ি থানার মামলা নং-১১(১৫.৫.১৯ইং)। মামলায় ঘটনার প্রধান হোতা আলী নেওয়াজ বাবুকে (৩৫) প্রধান আসামি করে মোট ১১ জনকে এজাহার নামীয় এবং ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ এলাকার বিক্ষুব্দ জনতা ও নিহত মনছুরের আত্মীয় স্বজন মিলে আসামি আলী নেওয়াজ বাবুর টিন শেডের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বর্তমানে উক্ত এলাকায় পুলিশ

মোতায়েন করা হয়েছে বলে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান। এদিকে ফটিকছড়ি থানা পুলিশ গত ১৪ মে ঘটনার পরপরই আসামি বাবুর পিতা আব্দুল আজিজ ও মা মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত মনছুরের পরিবারের সাথে কথা বলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাত দশটায় আবুল মনছুরের লাশ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে বক্তপুর ইউপি চেয়ারম্যান এস এম সোলায়মান জানিয়েছেন। এদিকে আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি বাবুল আক্তার জানান। উল্লেখ্য গত ১৪ মে সন্ধ্যায় ফটিকছড়ির বক্তপুর ইউপির শান্তিরহাট বাজারে দুই প্রতিবেশী নিহত মনছুর ও তার প্রতিপক্ষ আলী নেওয়াজ বাবুর সাথে জমি বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুর ছুরিকাঘাতে মনছুর নিহত হন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট