চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জঙ্গি হামলার আশঙ্কায় রাঙামাটির বৌদ্ধ বিহারে নিরাপত্তা জোরদার

পূর্বকোণ প্রতিনিধি হ রাঙামাটি অফিস

১৬ মে, ২০১৯ | ২:৪৯ পূর্বাহ্ণ

অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কায় জেলা সদরসহ রাঙামাটির প্রতিটি বৌদ্ধ বিহারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ১৮ মে অনুষ্ঠিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধপূর্ণিমা উৎসব। এ উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন বৌদ্ধরা। অনুষ্ঠান চলাকালে বাংলাদেশে বৌদ্ধ মন্দিরে হামলা চালিয়ে নাশকতার হুমকি দিয়েছে আইএস’সহ জঙ্গিগোষ্ঠী। তাই এদিন রাঙামাটিতে সম্ভাব্য যে কোনো জঙ্গি তৎপরতা ও নাশকতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলাবাহিনী। এ নিয়ে কঠোর নজরদারিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে জেলা পুলিশ। বিশেষ গুরুত্বপূর্ণ

স্থান ও স্পর্শকাতর পয়েন্ট চিহ্নিত করে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হচ্ছে, রাঙামাটি রাজবন বিহারসহ শহর এলাকা ও অন্য উপজেলার ঝুঁকিপূর্ণ বৌদ্ধ মঠগুলো। এ লক্ষে গতকাল বুধবার জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পদক্ষেপের কথা জানান পুলিশ সুপার মো. আলমগীর কবির।
গতকাল বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, মো. আউয়াল (বাঘাইছড়ি সার্কেল) এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের পুরোহিত, পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক নেতা যোগ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট