চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ’ ফেরি করে বিদ্যুৎ বিক্রি চন্দনাইশে

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ

১৬ মে, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

‘বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ’ বিদ্যুৎ অফিসের লোকদের এমন ডাকে প্রথমে আশ্চর্য হতে পারেন। যাদের বাড়িতে বিদ্যুৎ নেই, তাদের আর অফিসে না গেলেও চলবে। যোগাযোগ করে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ‘আলোর ফেরিওয়ালা ’ ব্যানার লাগানো ভ্যান। ঘরে ওয়ারিং করা থাকলে কোনো ঝামেলা ছাড়াই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে পাওয়া যাচ্ছে বিদ্যুৎ সংযোগ। সংযোগ ফি ও অন্য খরচ মিলিয়ে গ্রাহককে তাৎক্ষণিক রশিদের মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে মাত্র ৪৫০ টাকা। বর্তমান সরকারের অঙ্গীকার মোতাবেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চন্দনাইশের পল্লী বিদ্যুৎ অফিস।
পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, ‘চন্দনাইশে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে গ্রাহকদের বিনামূল্যে খুঁটি, তার ও অন্য সরঞ্জাম প্রদান করা হয়েছে। প্রতিটি এলাকায় প্রায় বিদ্যুতের লাইন টানানো হয়েছে। যে সকল এলাকায় লাইন টানানো রয়েছে সে সকল এলাকায় খুব শীঘ্রই সংযোগ প্রদান করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট