চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদা দাবির প্রতিবাদে দোকান বন্ধ চন্দনাইশে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৬ মে, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

উপজেলার কালিহাট বাজারে চাঁদা দাবি করায় ‘মা কালীর মিষ্টি ভা-ার’ মিষ্টির দোকান ৫ দিন ধরে বন্ধ রেখেছে দোকানের মালিক। এ ব্যাপারে সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। এতে টনক নড়ে পুলিশের। চাঁদা দাবিকারীদের আটক করতে ৩ জনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
জানা যায়, উপজেলার বরমা কালিহাট বাজারে বাইনজুরির হরিপদ দের ‘মা কালীর মিষ্টি ভা-ার’ দোকানে ৩ জন যুবক গত কিছুদিন ধরে মাসিক চাঁদা দাবি করে আসছিল। গত ১০ মে এই তিন যুবক তাদের দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিতে বলে। দোকানের মালিক হরিপদ দে ভয় পেয়ে দোকান বন্ধ করে দেয়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ফেসবুকের স্ট্যাটাস দেখে স্ব-উদ্যোগে গত ১৩ মে রাতে সে ৩ চাঁদাবাজের বাড়িতে অভিযান চালায়।
দোকানের মালিক হরিপদ দে গত ১২ মে চন্দনাইশ থানা ও বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে অভিযোগ করেন।
বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, বিগত ১ বছর পূর্বে এ সকল চাঁদাবাজরা চাঁদা দাবি করায় এলাকাবাসী সমাবেশ করে প্রতিবাদ করেছিল। এ সকল চাঁদাবাজেরা সংগঠিত হয়ে পুনরায় চাঁদা দাবি করায় ৩৫ বছরের অধিক পুরানো মিষ্টির দোকান বন্ধ করে প্রতিবাদ জানায় ব্যবসায়ী হরিপদ দে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট