চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বর্ণাঢ্য কুচকাওয়াজ এমএ আজিজ স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৯ | ১:২৬ অপরাহ্ণ

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ।

সোমবার (১৬ ডিসেম্বর) উপলক্ষে সকালে পুরো স্টেডিয়াম লাল সবুজে সাজানো হয় । জাতীয় ধ্বনি, দেশের গান, জাতীয় সংগীত পরিবেশন, সশস্ত্র সালাম, পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের থিমে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সুপার নুরেআলম মিনা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

জেলা পুলিশ লাইনের আইআর অব পুলিশ মো. মহসিন প্যারেড পরিচালনা করেন।

শেষে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পুরস্কার পেয়েছে যারা

কুচকাওয়াজে অংশগ্রহণকারী বড় দলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রথম, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও হাজি মুহাম্মাদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।

ছোট দলের মধ্যে দামপাড়ার সিএমপি স্কুল এন্ড কলেজ (প্রাথমিক শাখা) প্রথম, কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে।

ডিসপ্লেতে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, খানসাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুল, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা), কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ও ফিরিঙ্গিবাজারের উপলব্ধি পুরস্কার পেয়েছে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট