চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নগরীতে ভর্তিযুদ্ধ

প্রতি আসনের বিপরীতে ১২টির বেশি আবেদন জমা পড়েছে # আসন সংখ্যা বেড়েছে ৩৩২টি # ভর্তি পরীক্ষা ১৯, ২১ ও ২২ ডিসেম্বর

ইমরান বিন ছবুর

১৬ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর নয়টি সরকারি মাধ্যমিক স্কুলে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৫৩ হাজার ১৫টি। এই নয় স্কুলের মোট আসন সংখ্যা হচ্ছে চার হাজার ২৪০টি। যেখানে প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২টির বেশি। গত ১ ডিসেম্বর রাত ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হয়ে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। তবে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদনকারীদের টাকা জমা দেয়া যাবে। আগামী ১৯, ২১ ও ২২ ডিসেম্বর এসব স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পঞ্চম শ্রেণিতে। ২ হাজার ৪০টি আসনের বিপরীতে সেখানে আবেদন জমা পড়েছে ২৪ হাজার ২৬১টি। গত বছর ৩ হাজার ৯০৮টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৪৮ হাজার ৩৩৯টি। সে হিসেবে এবছর আসন সংখ্যা বেড়েছে ৩৩২টি। চট্টগ্রাম জেলা প্রশাসন শিক্ষা শাখা সূত্রে গতকাল রবিবার এসব তথ্য জানা যায়।

জেলা প্রশাসন সূত্র থেকে আরো জানা যায়, ষষ্ঠ শ্রেণির ৭৩৫টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১৪ হাজার ২১৯টি। যেখানে প্রতিটি আসনের বিপরীতে আবেদন করেছে ১৯ জনের বেশি। অষ্টম শ্রেণিতে প্রতিটি আসনের বিপরীতে আবেদন করেছে প্রায় ১৩ জন। সেখানে ৩১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ৮৭টি। এছাড়া, নবম শ্রেণিতে ১ হাজার ১৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১০ হাজার ৪৪৮টি। যেখানে প্রতিটি আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে নয়জন।

এ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক জানান, সরকারি স্কুলে ভর্তির জন্য এবছর মোট ৫৩ হাজার ১৫টি আবেদন জমা পড়েছে। আজ সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদনকারীরা আবেদনের টাকা জমা দিতে পারবে। সে হিসেবে আবেদনের সংখ্যা কিছু বাড়তে পারে। এছাড়া ১৯, ২১ ও ২২ ডিসেম্বর যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ৫ম শ্রেণির ৩২০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৩ হাজার ৩৩৮টি। এছাড়া, একই স্কুলের ৮ম শ্রেণিতে ৩৫টি আসনের বিপরীতে ৮৬৩টি এবং নবম শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ৯৩১টি আবেদন পড়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ৩২০টি আসনে ৩ হাজার ৮০৪টি এবং নবম শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৩৫টি ভর্তির আবেদন পড়েছে।
এদিকে, সরকারি মুসলিম হাইস্কুলের ৫ম শ্রেণির ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৪৪টি। এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ১৬০টি আসনে ৩ হাজার ৩৪০টি, ৮ম শ্রেণির ৩০টি আসনে ৮২৫টি এবং নবম শ্রেণির ১৮০টি আসনের বিপরীতে ১ হাজার ৪৭৫টি ভর্তির আবেদন পড়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৭৫৪টি এবং নবম শ্রেণিতে ৭০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৫৯টি।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আসনে ভর্তির আবেদন পড়েছে ২ হাজার ৭৪০টি। এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ১৮৫টি আসনে ৩ হাজার ৮৭৮টি, ৮ম শ্রেণির ১০০টি আসনে ১ হাজার ২৪৫টি এবং নবম শ্রেণির ১৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৫৯৬টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আবেদনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৫২৭টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬৫টি আসনে ২ হাজার ১৪৫টি এবং নবম শ্রেণির ১০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ১৪১টি।

একইভাবে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) ৫ম শ্রেণির ১০০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১ হাজার ৩৭৯টি, ৬ষ্ঠ শ্রেণির ১০০টি আসনে ২ হাজার ৩১১টি, ৮ম শ্রেণির ৪০টি আসনে ৪১১টি এবং নবম শ্রেণির ৯০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭০৪টি।

একইভাবে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা) ৫ম শ্রেণির ১০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৩৭টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ আসনে ৭৫৪টি, ৮ম শ্রেণির ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৩৫টি এবং নবম শ্রেণির ৯০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৫৭টি। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১ হাজার ৯৯৩টি, ৬ষ্ঠ শ্রেণির ১০টি আসনে ২৭৮টি এবং শ্রেণির ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭৯টি।

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২৪০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ২ হাজার ৭৪৫টি, ৬ষ্ঠ শ্রেণির ৫০টি আসনের জন্য আবেদন করেছে ১ হাজার ৫১৩টি, ৮ম শ্রেণির ৬০টি আসনে ৪০৮টি এবং নবম শ্রেণির ৮০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৭৭১টি।

 

 

 

পূর্বকোণ/ সবুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট