চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গণমানুষের সেবা করলে বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে : লতিফ

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫১ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আগ্রাবাদস্থ পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে গতকাল দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি এম এ লতিফ এমপি বলেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ২দিন আগে এদেশের রাজাকার, আলবদরদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশকে মেধা ও মননশূন্য করতে দেশের শীর্ষস্থানীয় শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই স্বাধীনতা বিরোধীদের বাঙালি জাতি কখনো ক্ষমা করবেন না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, গণমানুষের সেবা করার রাজনীতি করলে বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ’র শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ আলী বক্স, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো. আবদুল মন্নান, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজি হাসান, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মো. আলী আকবর, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট