চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চট্টগ্রামে জাপান ফেস্ট’ জাপানি সংস্কৃতি পরিবেশন

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫১ পূর্বাহ্ণ

নগরীর একটি হোটেলে গতকাল শনিবার ‘চট্টগ্রামে জাপান ফেস্ট’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে জাপান দূতাবাস। প্রায় ২০০ লোক উপস্থিত থেকে জাপানি সংস্কৃতি উপভোগ করে। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ইকেবানা এসেসিয়েশনের (বিআইএ) সাতজন ইকেবানা বিশেষজ্ঞের ইকবেনার (জাপানি ফুল সজ্জা) প্রদর্শনী উপভোগ করেন এবং পাশাপাশি অতিথিরা অরিগামি কর্মশালা, ইউকাতা এবং হাপ্পি (প্রথাগত জাপানি পোশাক) পরে দেখেন। জাপানি সংস্কৃতির প্রদর্শনী ছাড়াও খ্যাতিমান জাপানি শিল্পী-যুগল ‘বাজনা বিট’ এর জে-পশ কনসার্ট পরিবেশন করে। অনুষ্ঠানে জনপ্রিয় বাঙালি এবং জাপানি গান শ্রোতাদের বিমোহিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো তার বক্তব্যে বলেন, ‘জাপান এবং চট্টগ্রামের মধ্যকার জনগণ এবং শিক্ষার ক্ষেত্রে প্রাণবন্ত সম্পর্ক চার দশক ধরে বিদ্যমান।

আশা করি ভবিষ্যতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। আমাদের বন্ধুত্ব ও অংশীদারিত্ব উদযাপনের মাঝে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশন ও জাপানিজ সোসাইটি ইন চট্টগ্রামকে। আরও সাধুবাদ জানাই এশিয়ান ইউনিভাসিটি অব উইমেন এর জাপানিজ সার্কেলের স্বেচ্ছাসেবীদের। যারা আজকের অনুষ্ঠান আয়োজনে সফল করে তুলেছেন। আজকের উৎসব জাপান সম্পর্কে আপনাদের আরও আগ্রহী করে তুলবে এবং নিজের চোখে জাপান দেখার জন্য উৎসাহিত করবে। রাষ্ট্রদূত নাওকি ইতো তার বক্তব্যে বলেন, ‘আগামী ৩ বছর আমরা বিশেষ বার্ষিকী উদযাপন করবো। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং ২০২২ সালে জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। আমি নিশ্চিত যে, জাপান এবং চট্টগ্রাম সামনের বছরগুলোতে আরও বেশি কাছাকাছি আসবে।অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ ধরণের অনুষ্ঠানের মধ্যদিয়ে জাপান-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সূদৃর হবে। জাপানের সংস্কৃতি সম্পর্কে এ দেশের মানুষ জানতে পারবে। প্রসঙ্গত, চট্টগ্রামের জাপানি এসোসিয়েশন, এশিয়ান ইউমেন ইউনিভার্সিটির জাপানি সার্কেল ক্লাব, নিপ্পন একাডেমি এবং বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট