চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের কারখানা

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে আ.লীগের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ‘অস্ত্র কারখানার’ সন্ধান পেয়েছে (র‌্যাব)। তবে অভিযানের সময় চেয়ারম্যান এবং তার পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‌্যাব। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে।  এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। কারখানায় পিস্তল ও ওয়ান শুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম পাওয়া গেছে। এছাড়া একটি ওয়ান শুটার গান ও দুইটি বুলেটও পাওয়া গেছে।

তারেক আজিজ জানান, আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়েছি। আপাতত আমরা অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করবো। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে তাকে আসামি করা হবে বলেও জানান তিনি।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট