চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জায়গা-জমি বিক্রির আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৫ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানার তুলাতলী মোড় এলাকা থেকে দৌড়ে পালানোর সময় ৫’শ পিস ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটার সময় কালামিয়া বাজার ওভার পাসের নীচে মধ্য গলি পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন পূর্বকোণকে জানান, কালামিয়া বাজার ওভার পাসের নিচে পাকা রাস্তার ওপর থেকে দৌড়ে পালানোর সময় মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার দেহ তল্লাশি করে ২টি পলিজিপার (বায়ুরোধক) ব্যাগের ভিতর রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবুল জানায়, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং জায়গা-জমির ব্যবসার পরিচয়কে ব্যবহার করে লোক চক্ষুর অন্তরালে চট্টগ্রাম নগররীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছে।

গ্রেপ্তার বাবুলের  ‍বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট