চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজান রানু-অশ্বিনী আদ্যাপীঠ দাতব্য চিকিৎসালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫৩ পূর্বাহ্ণ

রাউজান উত্তর গুজরা রানু-অশ্বিনী আদ্যাপীঠ দাতব্য চিকিৎসালয়ে এক বিশেষায়িত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। এতে হৃদরোগ, চক্ষুরোগ, স্ত্রীরোগ, লিভার ও পরিপাকতন্ত্র, নবজাতক ও শিশুরোগ, কিডনি রোগ, দন্ত রোগের সেবা প্রদান করা হয়। চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, রোজী দত্ত (বিশ্বাস), প্রসেনজিৎ বড়–য়া, মো. সৈয়দ, অপরূপ কান্তি দাশ, অনির্বান ঘোষ, সসীম বিশ্বাস, সুলেখা ঘোষ, পরাগ চৌধুরী, মনিয়া দাশ, রাউজান আদ্যাপীঠ এর ট্রাস্টি বোর্ডের সভাপতি দিলীপ কুমার মজুমদার, ইউপি সদস্য চন্দ্রসেন বড়–য়া প্রমুখ। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৩৫০ জন রোগীকে সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট