চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অনলাইন এন্টারপ্রেনার ট্রেড ফেয়ার’ উদ্বোধন

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নারীরা অনলাইন ব্যবসায় আগামীর নেতৃত্ব দিবে। গতকাল চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় ‘বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনলাইন এন্টারপ্রেনার ট্রেড ফেয়ার’১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন একথা বলেন। পলোগ্রাউন্ডস্থ ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা বাংলাদেশ ’১৯ প্রাঙ্গণে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ১৩ তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা বাংলাদেশ ’১৯ এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত শিল্পী শুভ্র দেব, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তাফা, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম কমু এবং দ্যা রিপাবলিক অব তুর্কি এর বিশিষ্ট ব্যবসায়ী ও আউডিইএম টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ন্যাজম্যাটিন ইউএনএএল স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের এর প্রেসিডেন্ট মোস্তারি মোর্শেদ স্মৃতি।

প্রধান অতিথি বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ এর দিকে এগোচ্ছি। বর্তমানে নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে। আগামী দিনে এর পরিধি দেশের সীমা ছাড়িয়ে যাবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট