চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহিলা ক্ষুদ্র উদ্যোক্তাদের সংশপ্তকের চেক বিতরণ

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯, ১০ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, আবিদা আজাদের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে ৭ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ১৩০০০/- করে অনুদানের চেক প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ফয়েস লেক মাইট্টা কলোনিতে ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্পের আওতায় ১৫০ জনের মধ্যে জরিপ চালিয়ে প্রাথমিকভাবে ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে বাছাই করা হয়। উ গত ৫ ও ৬ অক্টোবর তারিখে ১০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে সংশপ্তকের প্রোগ্রাম ম্যানেজার বলেন, সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে বাংলাদেশের একজন মানুষও যাতে পিছিয়ে না থাকে। সবাই যাতে কাজ করে সুন্দর জীবন যাপন করতে পারে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট