চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জলবায়ুর চালেঞ্জ মোকাবিলা লামায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, লামা

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৮ পূর্বাহ্ণ

‘জলবায়ু পরিবর্তনের চালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে বান্দরবানের লামা উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাববধানে স্থানীয় টাউন হলে এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী মো. কামরুল হাসান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রাণী দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম এবং উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় উপজেলার লামামুখ উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়, হায়দারনাশী উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয় স্টল বসায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট