চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডিজিটাল বাংলাদেশ দিবসের সভায় বক্তারা

প্রযুক্তির প্রসারে মানুষের জীবনের মানোন্নয়ন বেশ দ্রত হচ্ছে।

মফস্বল ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ দিবস পালনে গত ১২ ডিসেম্বর উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, প্রযুক্তির প্রসারে মানুষের জীবনের মানোন্নয়ন বেশ দ্রত হচ্ছে।
পটিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামসুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, এসি (ল্যান্ড) সাব্বির রহমান সানি, পটিয়া থানার সেকেন্ড অফিসার আবদুল খালেদ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, পরিসংখ্যান কর্মকর্তা নাজমুস সাকিব, তথ্য প্রযুক্তি কর্মকতা ফাতেমা বেগম, তথ্য কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খাগড়াছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মনিরউজ্জামান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া প্রমুখ।
কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, তথ্য কর্মকর্তা মো. হারুন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগগা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমুখ।
লামা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
রাজস্থলী: উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার আবু জাফর, ওসিলিএসডি নাঈম ভূইয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মানিকছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, কৃষি অফিসার মো. নাজমুল ইমলাম মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ^াস, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী আইয়ুব আলী আনছারী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, বড় ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রামার বাবলী খীসার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট