চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রেজিস্ট্রেশন শেষ ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ সম্প্রীতি মেলার সাংস্কৃতিক মহড়া শুরু

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২২ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর’ এই স্লোগানে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সম্প্রীতি মেলা আগামী ২৭ ডিসেম্বর নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সম্প্রীতি মেলার সাংস্কৃতিক মহড়া নগরীর র‌্যাডিক্স কোচিং সেন্টারে ১২ ডিসেম্বর হতে প্রখ্যাত ওস্তাদ মোহাম্মদ হাসান ঈসমাইলের তত্ত্বাবধানে শুরু হয়েছে। প্রতিদিন বিকাল ৫টা হতে এই কার্যক্রম পরিচালিত হবে। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্য যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণে ইচ্ছুকদের সাংস্কৃতিক উপকমিটির শাফায়াত সুলতানা নুপুরের সাথে ০১৭৮৫-৯২১৬৮০ নাম্বারে যোগাযোগ করে নাম অর্ন্তভুক্ত করার জন্য এবং নিয়মিত মহড়ায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল আলম, কার্যকরী সভাপতি মোরশেদ জাফর এবং সচিব কবি শারুদ নিজাম বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট