চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডিজিটাল বাংলাদেশ দিবসের সভায় বিভাগীয় কমিশনার

ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ইন্টারনেট, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল তথ্য আসে সব তথ্য সঠিক নয়। অনেকে অপপ্রচার বা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলে। ইন্টারনেটে ডিজিটাল বাংলাদেশের ভালো দিক আছে। বড় বড় বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ আরো অনেকের বক্তব্য ও মুখরোচক সংবাদ পাওয়া যায়। আবার অনেক সংবাদ পাওয়া যায় যে গুলো মোটেই সঠিক নয়। সব সংবাদে লাইক বা শেয়ার দেয়া যাবে না। সত্য-মিথ্যা যাচাইয়ের আগে কোন ধরনের গুজবে কান না দিতে সন্তানদের জানান দিতে হবে। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সিআরবি শিরীষ তলায় চট্টগ্রাম বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভা ও কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’।

তিনি বলেন, ইন্টারনেটের কারণে দুর্নীতি অনেকাংশে কমে এসেছে । ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ই-মিউটেশনসহ সরকারি সেবা জনগণের দৌরগোড়ায় অতি সহজে পৌঁেছ যাচ্ছে। সারাবিশ্বে যে সব দেশ উন্নয়নশীল সেগুলো ইন্টারনেট ব্যবহারের কারণে সম্ভব হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ডিজিটিল বাংলাদেশ গড়া, ২০৩০ সাল এসডিজি অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকারের অপ্রতিরোধ্য উন্নয়নের অভিযাত্রায় সকলকে সামিল হতে হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান-বি’র সদস্য আঁখির উপস্থাপনায় অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও চুয়েটের অধ্যাপক ড. আসাদুজ্জমান। শুরুতে ছন্দনীল সাংস্কৃতিক সংগঠনের জাহিদ, অভ্র ও উর্মিলার পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এরপর শুরু হয় মনোমুগ্ধকর কনসার্ট। এতে গান পরিবেশন করেন গাং ব্যান্ডের শিল্পী ফরহাদ, গালিব, তরশা, সাসটেইন ব্যান্ডের শিল্পী আলমগীর সোহান, এরশাদ, রাইসুল, রক এন্ড রেইন ব্যান্ডের শিল্পী ইমরান ইমু, রিসেন্ট ব্যান্ডের শিল্পী মো. সিরাজ ও সিটি অব নাইট ব্যান্ডের শিল্পী রিফাত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট