চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-৮ উপ নির্বাচন ইসলামিক ফ্রন্ট প্রার্থী এস এম ফরিদের মনোনয়নপত্র জমা

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২২ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) এর উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ, খ্যাতিমান আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন।

এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সি. যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, স ম হামেদ হোসাইন, নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মোহাম্মদ রাশেদুল ইসলাম, এম মহিউল আলম চৌধুরী, স ম শহিদুল হক ফারুকী, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম প্রমুখ।

এসময় অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেন, আসন্ন উপ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণের অন্যতম একটি সুযোগ। আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হারানো আস্থা ও বিশ্বস্থতা ফিরিয়ে পেতে সক্ষম হবে। জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট