চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘সিটিজি ব্লাড ব্যাংক’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

রক্তদাতারা কখনো জঙ্গি-মাদকে জড়াতে পারে না

বিজ্ঞপ্তি

১৩ ডিসেম্বর, ২০১৯ | ১১:০২ অপরাহ্ণ

সাত বছর আগে চট্টগ্রামে অনলাইনে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিটিজি ব্লাড ব্যাংক’ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩শ’ স্বেচ্ছাসেবী প্রতিনধি যোগ দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাব ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেশটিভির ব্যুরো চিফ আলমগীর সবুজ, মীর আকতার হোসাইন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফকির আব্দুল মান্নান, মানবিক পুলিশের টিম প্রধান শওকত হোসেন ছিলেন।=

সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কর্মকা-ে অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের চিফ সাইন্টিফিক এডভাইজর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের শোয়েবুল হক চৌধুরী, ইমরান ইমু, ইমাম হোসাইন, আলতাফ মো. জাহেদ, ফরহাদ মো. কাউছার, সূর্য দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট