চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুসল্লিদের সাক্ষী রেখে দুই মাদকব্যবসায়ীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ

 

মসজিদে জুমার নামাজ আদায় শেষে দুই ‘মাদক ব্যবসায়ী’ মুসল্লিদের সাক্ষী করে থানার ওসির কাছে ‘আত্মসমর্পণ’ করার ঘটনা ঘটেছে। বাকলিয়া থানাধীন কর্ণফুলী মেহেদীবাগ জামে মসজিদে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ‘আত্মসমর্পণ’ করেন তারা।

‘আত্মসমর্পণকৃত’ দুই ব্যক্তি হলেন- বাকলিয়া থানাধীন তুলাতলী বালুরমাঠ এলাকার আবদুল হকের ছেলে আবদুল হালিম দুদু (৩২) ও আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকার আবদুল মিয়ার ছেলে মো. মফিজুর রহমান মানিক প্রকাশ ভাগিনা মানিক (২৬)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, মসজিদে এসে দুই ব্যক্তি মুসল্লিদের সামনে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেন। বাকলিয়া এলাকায় তারা মাদক ব্যবসা করতেন।  তারা ভবিষ্যতে আর মাদক মাদক ব্যবসা করবেন না। পুলিশকে মাদক প্রতিরোধে সহায়তা করবেন তারা।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মইন উদ্দিন বলেন, মফিজুর রহমান মানিক প্রকাশ ভাগিনা মানিক ও আবদুল হালিম দুদু তাদের অতীতের কৃতকর্মের কারণে অনুতপ্ত। ভালো হয়ে যেতে চান তারা। মাদকের মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় জামিনে থাকলেও তাদের কিছু মামলা বিচারাধীন আছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে আইনগত সহায়তা করা হবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট