চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চসিকের উচ্ছেদ অভিযান কালুরঘাট শিল্প এলাকায় ৩০০ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। গতকাল বৃহস্পতিবার অভিযানে কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডের উভয় পাশের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে সড়কের উপর নির্মাণসামগ্রী স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়

কটনেক্স ফ্যাশন লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করে ২৪ ঘণ্টার মধ্যে স্তূপ সরানোর নির্দেশনা দেয়া হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা করেন। নগরীর ফুটপাত, সড়ক, পানি নিষ্কাশনের পথ দখল করে যেসব অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছে সেসব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট