চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুরস্কার বিতরণীতে সিটি মেয়র চর চাকতাই স্কুলকে ইদ্রিস আলম চসিক স্কুল নামকরণের ঘোষণা

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৩৯ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন বলেন, মরহুম ইদ্রিস আলম একজন মুক্তিযোদ্ধা,গবেষক, লেখক ও শিক্ষানুরাগী ছিলেন। তার মতো একজন শিক্ষানুরাগী ব্যক্তির হাত ধরে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের বরণ্যে ব্যক্তিদের স্মরণীয় বরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাই এলাকাবাসীর দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র চর চাকতাই বিদ্যালয়কে চর চাকতাই ইদ্রিস আলম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় নামকরণের ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও বলুয়ারদিঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। বলুয়ারদিঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। এছাড়া চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক,কাউন্সিলর হাজী নুরুল হক, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এম.মাকসুদুল ইসলাম। চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন, রাজনীতিক আলহাজ্ব ছিদ্দিক আলম। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট