চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিসকো একাডেমি সাপোর্ট সেন্টার উদ্বোধন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৩৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি সিসকো নেটওয়ার্কিং একাডেমির উদ্যোগে একাডেমি সাপোর্ট সেন্টার এবং আইওটি (ইন্টারনেট অফ থিংস) প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কন্টিনিউয়িং এডুকেশন সেন্টারের ডিরেক্টর মানিরুল ইসলাম ও ডাটা সফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলি ইন কর্পোরেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাসান রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশিক কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক শাহিদ মো. আসিফ ইকবাল। অনুষ্ঠানে প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবের পরে পৃথিবীর মানুষ এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। এই চতুর্থ শিল্প বিপ্লবের মূলভিত্তি তথ্য-প্রযুক্তি। এই তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে সিসকোর অবদান কম নয়। সারা বিশ্বে সিসকো একটি বড়ো কোম্পানি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার উপর ভিত্তি করে পরিচালিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট