চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক অসুস্থ রোগীর চিকিৎসার দায়িত্ব নিল প্রয়াস

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৩৮ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে ১ জন হতদরিদ্র অসুস্থ রোগীর উন্নত চিকিৎসার জন্য এককলীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। অতিথি ছিলেন প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, পি এইচ পি ফ্যামিলির নির্বাহী পরিচালক লায়ন হুমায়ূন কবির, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন সন্তোষ কুমার নন্দী, লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, কাউন্সিলর আনজুমান আরা বেগম, জাফর ইকবাল, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ডা. মো. শফিউল হাসান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কিবরিয়া হোসাইন বাপপী, জাহেদুল ইসলাম জনি এবং শক্তি ভট্টাচার্য্য। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াসের কেবিনেট সদস্য বৃন্দ। বক্তারা বলেন, প্রয়াস সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ঠিকানা। তাই প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে। অনুষ্ঠানে ১০০ দুস্থ এতিম ছাত্রের মধ্যে রাতের খাবার পরিবেশন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট