চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেগম রোকেয়া দিবস পালন পটিয়া ও বোয়ালখালীতে জয়িতা সংবর্ধনা

মফস্বল ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫৯ পূর্বাহ্ণ

বেগম রোকেয়া দিবস পালনে গত ১০ ডিসেম্বর পটিয়া ও বোয়ালখালীতে আলোচনা সভাশেষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
পটিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১০ ডিসেম্বর। মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সমাজ সেবা কর্মকর্তা পিবলু চন্দ্র নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রাহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা কামাল হোসেন, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচিত ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সুচক্রদ-ীর ডা. কেরামত আখতার ও পটিয়া নারী জাগরণ সংস্থার সভাপতি মরহুম পারভিন আখতারের কন্যা ডা. ফারহানা আখতার। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী গোবিন্দারখীল এলাকার ফারহানা ইয়াছমিন, সফল জননী নারী হিসেবে পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আজিমপুর এলাকার মর্জিনা আকতার। সমাজ উন্নয়নে কাউন্সিলর বুলবুল আকতারকে জয়িতা হিসাবে সংবর্ধিত করা হয়।

বোয়ালখালী: উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১০ ডিসেম্বর। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল। প্রশিক্ষক আবদুল খালেকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা। অনুষ্ঠানে মমতাজ বেগম ও রোকেয়া বেগমকে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট