চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাথর উত্তোলনের প্রতিবাদ বান্দরবানে আন্দোলনমুখর ¤্রাে সম্প্রদায়

পূর্বকোণ প্রতিনিধি, বান্দরবান

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫৯ পূর্বাহ্ণ

বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশের পাহাড়ি ঝিড়ি ঝর্না থেকে পাথর উত্তোলনের প্রতিবাদে আন্দোলনমুখর হয়ে উঠেছে সেখানকার ¤্রাে সম্প্রদায়।

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রমজু পাড়া, চেয়ারম্যান পাড়া, বাইট্টা পাড়া, রামরি পাড়া, চিনি পাড়াসহ আশপাশের পাহাড়ি ঝিড়ি-ঝর্না থেকে পাথর উত্তোলন ও বনাঞ্চলের গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ৫টি গ্রামের সাধারণ জনগণ। গত ১১ ডিসেম্বর টংকাবতী ইউনিয়নের রমজু পাড়া এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন ¤্রাে সম্প্রদায়ের নেতা ইয়াংঙান ¤্রাে, জেলা পরিবেশ ও বন রক্ষা কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই, বাইট্টা পাড়ার কারবারি ইয়াং রিং ম্রো, রমজু পাড়ার কারবারি রেংলে ম্রো, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, মং সানু মারমা প্রমুখ। বক্তারা বলেন, বান্দরবান সদর উপজেলার (বিএমটিএ) এরিয়ার পার্শ^বর্তী টংকাবতী ইউনিয়নের দুর্গম কয়েকটি পাড়ার ঝিরি-ঝর্নার পানির উৎস থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পার্শ^বর্তী পধুয়া এলাকা দিয়ে পাচার করে আসছে স্থানীয় পাথর পাচারকারী প্রভাবশালীরা। তারা দিন-দুপুরে বিএমটিএসহ টংকাবতীর বিভিন্ন ঝিরি ও ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে জেলার বাইরে পাচার করছে। পাথর উত্তোলন ও পাচারের কারণে এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। দিনদিন পানিশূন্য হয়ে পড়েছে চিম্বুক পাহাড়ের পাদদেশের পাড়াগুলো। অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ করা না হলে সামনে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট