চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মোবাইল কোর্ট দোহাজারীতে ২৯ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা , চন্দনাইশ

১৫ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা দোহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবুজ চন্দ্রের হোটেলে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল ঘি রাখার অপরাদে কাজী হাসানের মুদির দোকানকে ৩ হাজার, মোজাম্মেল হকের মুদির দোকানকে ১০ হাজার, তারেকের মুদির দোকানকে ৫ হাজার, মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে রিদোয়ান বেগ ও ইমনের মুরগির দোকানকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকাসহ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট