চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চক্ষু হাসপাতালে ‘অপূর্ণ শিশুর চোখের সমস্যা’ শীর্ষক সেমিনার

১২ ডিসেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অপরিপূর্ণ শিশুর চোখের সমস্যা এবং ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার গতকাল হাসপাতালের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে রোটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি স্ক্রিনিং ও চিকিৎসা সেবা বিস্তার’ শীর্ষক প্রকল্প আয়োজিত উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, আইএইচএল এর চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। পিটার গিলগ্যান ফাউন্ডেশনের সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল ‘বাংলাদেশে রোটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি স্ক্রিনিং ও চিকিৎসা সেবা বিস্তার’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। চট্টগ্রাম ও রংপুরে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল অত্র অঞ্চলের অপরিণত নবজাতক শিশুদের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্ক্রিনিংসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে থাকে।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. সামস্ মোহাম্মদ নোমানের উপস্থাপনায় অপরিপূর্ণ শিশুর চোখের ব্যবস্থাপনার উপর প্যানেল

আলোচনায় অংশগ্রহন করেন চমেক এর অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ শামীম হাসান, চমেক এর মহিলা ও ধাত্রী বিভাগের বিভাগী প্রধান প্রফেসর ডা. শাহানারা চৌধুরী,আইএইচএল এর কনসালটেন্ট ডা. ফয়সাল আহমদ, চমেক এর উপধ্যাক্ষ প্রফেসর ডা. নাছির উদ্দিন মাহমুদ, চমেক এর হেড অব নিউনেটালজি প্রফেসর ডা. জগদীশ চন্দ্র দাশ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সহকারী কনসালটেন্ট ডা. সাহেলা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট