চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৪ ঘণ্টা অনশনে নিস্তেজ পাটকল শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৯ | ৪:১১ অপরাহ্ণ

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনশন এখনো অব্যাহত রয়েছে। টানা ২৪ ঘণ্টা অনশনে নিস্তেজ হয়ে পড়েছে শ্রমিকেরা। তারা ক্লান্ত হাতের উপরে মাথা এলিয়ে শুয়ে আছেন। অথচ কারো কাছ থেকে পাচ্ছেন না কোনো ধরনের আশ্বাস। আমিন জুট মিলের শ্রমিক নেতা কামাল বলেন, আমরা গতকাল (মঙ্গলবার) মিল কর্তৃপক্ষের সাথে বসেছিলাম। তাঁরা আমাদের আন্দোলন বন্ধ করে মিল চালু করতে বলেছেন। কিন্তু আমরা আমাদের দাবিতে অনঢ় আছি। হয় দাবি পূরণ হবে, না হয় এ অনশনে আমাদের জীবন যাবে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আমাদের তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। আশা করি, তারা সুস্থ হয়ে আবার আন্দোলনে যোগ দেবেন। বাংলাদেশ পাটকল করপোরেশনের উৎপাদন শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম মিয়াজী জানান, আমরা আমিন জুট মিলের শ্রমিক আন্দোলনের বিষয়ে অবগত হয়েছি। কিন্তু উপর থেকে কোনো আদেশ না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ থাকলেও আমাদের কিছু করার নেই।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট