চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্দরে আমদানি নিষিদ্ধ ৫০পিস ফটোকপিয়ার জব্দ

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ অপরাহ্ণ

নতুন ফটোকপি মেশিন আনার ঘোষণা দিয়ে পুরাতন ফটোকপি মেশিন আনায় মেসার্স একসেস ট্রেডার্সের  ফটোকপিয়ার মেশিন ও প্রিণ্টার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ পণ্য চালানটি জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউস।

আমদানি নিষিদ্ধ এসব পণ্যসমূহ হলো- ৫০পিস ইউজড মাল্টিফাংশনাল ফটোকপি মেশিন ও ৮০ পিস SPDF for multifunctional printer।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো.নুরউদ্দীন মিলন পূর্বকোণকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেসার্স একসেস ট্রেডার্সের আদানিকৃত পণ্য লক করি। এরপর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় দেখা যায় নতুন পণ্য আনার বদলে পুরানো ব্যবহুত পণ্য আমদিানি করা হয়েছে। যা আমদানিকৃত পণ্য আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ অনুযায়ী আমদানি নিষিদ্ধ।

তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

 

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট