চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফার্নেস অয়েলসহ আটক তেলবাহী জাহাজ

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

বঙ্গোসাগর থেকে চোরাই ফার্নেস অয়েলসহ একটি তেলবাহী জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পূর্বজোনের সদস্যরা । গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে সাগরে বহিনোঙর এলাকা থেকে দুইশ ৮৩ টন ফানের্স অয়েলসহ এমটি ওশান কুইন এক্সপ্রেস-১ নামে ওই তেলবাহী জাহাজটি আটক করা হয়। জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম

জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের বহিনোঙর এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে শুল্ক ফাঁকি দিয়ে তেল নিয়ে আসার সময় এমটি ওশান কুইন এক্সপ্রেস-১ নামে ওই তেলবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজে দুইশ ৮৩ টন ফার্নেস অয়েল ছিল যার বৈধ কাগজপত্র জাহাজ কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হন। তিনি আরো জানান, জব্দ জাহাজটি কোস্টগার্ডের জেটিতে রাখা আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বুধবার সকালে জব্দ জাহাজ ও ফার্নেস অয়েল কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট