চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ার ঘটনা মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা ও ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

রাউজান মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ি ও দুই দফায় দোকান পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন রাউজান উপজেলা

মুক্তিযোদ্ধা সংসদ। গত ৯ ডিসেম্বর তারা এক বিবৃতিতে বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া ন্যাক্কারজনক। এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।

বিবৃতিদাতারা হলেন কাজী আবদুল ওহাব, ফেরদৌস হাফিজ খান রুমু, ইউসুফ খান চৌধুরী, সাধন কুমার পালিত, দিলীপ বড়–য়া, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, খোকন বড়ুয়া, রফিকুল ইসলাম চৌধুরী, কিরণ লাল আচার্য্যসহ অনেকে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরীর বাড়ি ও তিনটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার দলিলপত্রসহ অনেক ক্ষতি হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট