চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রান্তিক মৎস্য চাষীদের দু’দিনের প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৯ ডিসেম্বর।

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল আমিন। সভায় সঠিক পদ্ধতিতে পুকুরে কার্প নার্সারি, কার্প মিশ্র ও পাঙ্গাশ চাষ এবং মৎস্য উৎপাদনে চাষীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এমন খাদ্য ব্যবহার না করে নিজের তৈরিকৃত খাদ্যের ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। প্রশিক্ষণে ১৮ জন মৎস্যচাষী অংশ গ্রহণ করছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট