চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিভিন্ন উপজেলায় বেগম রোকেয়া দিবসের সভায় বক্তারা

নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা

মফস্বল ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভাশেষে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। আয়োজিত সভায় বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা।
ফটিকছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব। মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার(ভুমি) মো.জানে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, শিক্ষা কর্মকর্তা মো.সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রনবেশ মহাজন, জয়িতা বেগম রাজিয়া মাসুদ প্রমুখ।

মিরসরাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সংবর্ধিত নারীরা হলেন, অর্থনৈতিক সাফল্যে হালিমা বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্যে জয়নব ফেরদৌস আরা চৌধুরী, সফল জননী খালেদা পারভীন, নির্যাতন ও বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা শিউলি রাণি পাল ও সমাজ উন্নয়নে জাহানারা বেগম। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ আলম, নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
আনোয়ারা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ। বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা খালেক নেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুন্নাহার শান্তি। সভার আগে উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়।

কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন কমপ্লেক্স হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত মিলনায়তনে এসে সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুুল হক। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিনি চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ড. প্রবির খিয়াং। এ সময় উপস্থিত ছিলেন মানবধিকার কর্মী নূর বেগম মিতা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমুখ।

চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলাম খোকা। উপজেলার আইটি অফিসার মো. খালেদ মোশাররফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চন্দনাইশ থানার তদন্ত অফিসার মাহবুবুল আলম আকন্দ, দুর্নীতিপ্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবদুল মান্নান, উপজেলা শিশু ও মহিলাবিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, মো. আরশাদুল্লাহ, অধ্যাপক এয়াকুব নবী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট