চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পাটকল শ্রমিকদের কর্মসূচি অব্যাহত

সীতাকু-ে আন্দোলনকারী শ্রমিকরা দুটি এক্সপ্রেস ট্রেন আটকে দিল

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

সীতাকু-ে পাটকল শ্রমিকদের ৯ দফা দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি পালনকালে রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। তাদের আধ ঘণ্টার রেলপথ অবরোধকালে দুটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। এছাড়া মহাসড়কে লাল পতাকা মিছিলও করেছে তারা। জানা যায়, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পাটকলগুলোর শ্রমিকদের বকেয়া বেতন, মুজুরি কমিশনসহ ৯ দফা দাবি আদায়ে শ্রমিকদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন গতকালও সীতাকু-ের হাফিজ জুট মিলস, গুল আহমদ জুট মিলস, গালফ্রা হাবীব জুট

মিল, আরআর জুট মিলস ও এমএম জুট মিলের শ্রমিকরা কর্মবিরতি করে মহাসড়কে লালপতাকা মিছিল করে। এছাড়া বিকাল ৩টার দিকে হাফিজ জুট মিলের শ্রমিকরা লাল পতাকা মিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেন। তারা প্রায় আধ ঘণ্টা রেলপথ অবরোধ করলে ময়মনসিং এক্সপ্রেস ও নাছিরাবাদ এক্সপ্রেস আটকে পড়ে। পরে অবরোধ তুলে নিলে ট্রেনগুলো আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
বকেয়া বেতন আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মত আজও রাজপথে আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়াত্ব পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট