চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শীঘ্রই চমেকের আশপাশের অবৈধ দোকান-পাট উচ্ছেদ

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (চমেক) সংলগ্ন আশ পাশে পান-তামাকজাত দ্রব্য বিক্রেতা এবং ভাসমান হকার উচ্ছেদের ঘোষণা দিলেন চমেক ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। গতকাল সোমবার দুপুরে চমেক ব্যবস্থাপনা কমিটি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভা পরিচালনা করেন বিগ্রেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বি এম এ এর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক প্রণব কুমার প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শামীম হাসান, পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগ ডা. হাসান শাহরিয়ার কবির, পিডব্লিবি এর তত্বাবধায়ক প্রকৌশলী উজির আলী, চমেক হাসপাতালের সেবা তত্বাবধায়ক রাধু মহুরী, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ এস.এম.বদরুল আনোয়ার চৌধুরী, অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, ডা. মঈন উদ্দিন মাহমুদ, নার্সিং এসোসিয়েশনের সভাপতি রতন কুমার নাথ, ২য় শ্রেণির প্রতিনিধি প্রণব কুমার হাওলাদার, তৃতীয় শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সভাপতি মো. সাদেকুর রহমান চৌধুরী, ৪র্থ শ্রেণি কর্মচারী সভাপতি মো. রতন আলী । অনুষ্ঠানে চমেক পরিচালক হাসপাতালে বিদ্যমান কার্যক্রমের কিছু তথ্যচিত্র উপস্থাপন করেন। সিটি মেয়র বলেন, জননিরাপত্তার স্বার্থে চসিক ম্যাজিস্ট্রেট যেকোনো এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে। চমেক সিটি কর্পোরেশন এলাকার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার্থে চসিক যে কোনো উদ্যোগ নিতে পারে।

এপ্রসঙ্গে সিটি মেয়র চসিক ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা উল্লেখ করে বলেন, শিগগিই চমেকে এবং চমেক সংলগ্ন এলাকায় সকল ধরনের অবৈধ দোকান পাট আইনগতভাবে উচ্ছেদ করা হবে। এরপর এই এলাকায় অবৈধ স্থাপনা যাতে বসতে না পারে, সেই ব্যাপারে চমেকের দায়িত্বরত পুলিশ,আনসার ও ওয়ার্ড মাষ্টারের সমন্বয়ে গঠিত টীম সার্বক্ষনিক নজরদারীতে রাখার পরামর্শ মেয়রের। এই ব্যাপারে কেউ কোনো ধরণে ভয়-ভীতি ও হুমকী দিলে সাথে সাথে সিটি মেয়রের আমলে দেয়ার আহবান জানান মেয়র। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সম্পত্তি দীর্ঘদিন ধরে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ দখল করে আছে। অবৈধ দখলকৃত এসব সম্পত্তি উদ্ধারে উদ্যোগ নিচ্ছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট