চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিআইইউ মার্কেটিং ক্লাবের দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৬ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ‘পারসুয়েসিভ প্রেজেন্টেশন’ শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালা শেষ হয়েছে। সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের বিজনেস স্কুলে (অনুষদে) ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব এই কর্মশালার আয়োজন করে। এতে বিজনেস স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন রেডিওফুর্তি চট্টগ্রামের অপারেশন চিফ মুনতাসির হোসেন। তিনি বলেন, কখনও কখনও একজন প্রেজেন্টারকে দর্শকদের মনের ভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। প্রেজেন্টশনের মূল বিষয় ফুটিয়ে তুলতে তাদের অনুভূতির সঙ্গে মিশে যেতে হবে। কর্মশালায় মুনতাসির হোসেন ছয়টি বিষয়ের উপর বক্তব্য দেন। প্রথম দিন তিনি গল্পের ছন্দে দর্শকদের দৃষ্টি আকর্ষণ, মনোযোগ ধরে রাখার উপায় ও জনসম্মুখে নিজের চিন্তা চেতনা উপস্থাপন করার কৌশলগুলো তুলে ধরেন। দ্বিতীয় দিন প্রেজেন্টশনের খুঁটিনাটিসহ আদ্যোপান্ত বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে তুলে দেওয়া হয় সনদ। সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ ড. রোবাকা শামসের বলেন, ক্যারিয়ার কিংবা দক্ষতা বিষয়ক যে কোন অনুষ্ঠান আমরা নিয়মিতভাবে আয়োজন করে আসছি। এ ধরণের অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধির পাশাপাশি তাদেরকে আরও চৌকষ করে গড়ে তুলছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট