চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দুস্থ মহিলাদের মাঝে প্রগ্রেসিভ ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাষ বলেছেন, দুস্থ নারীদের পুনর্বাসনের মাধ্যমে সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের এ ধরনের জনহিতকর কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার কোন বিকল্প নেই। গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের ২০ দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ট্রাস্টের চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মাস ব্যাংকের চেয়ারম্যান ড. রশিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ রাবার বোর্ডের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, প্রফেসর ড. জয়নাব বেগম, জিনাত আজম। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক এ.এইচ এম কফিল উদ্দিন। আরো বক্তব্য রাখেন পরিচালক মোহাম্মদ হারুন শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, আ.ন.ম আবদুশ সাকুর, প্রকৌশলী সাইফুদ্দিন খালেদ, অধ্যাপক হারুন উর রশিদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট