চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঘাসফুল এর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৬ পূর্বাহ্ণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর উদ্যোগে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বাস্তবায়নাধীন সোশাল এডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের আওতায় স্থানীয় ইছাপুর বাজারস্থ সমৃদ্ধি কর্মসূচি কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’২০১৯ পালন করা হয়।

ঘাসফুল সাধারণ পরিষদের সদস্য সমিহা সলিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ লুৎফুল কবির চৌধুরী শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালেক,হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়–য়া, ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের উপ-পরিচালক আবেদা বেগম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ডিসেম্বর মাসের প্রবীণ ভাতা ও অসচ্ছল প্রবীণদের মাঝে হুইল চেয়ার, কম্বল ও লাঠি বিতরণ করা হয় এবং মেখল ইউনিয়নের ৩ জন প্রবীণকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও ৩ জন নবীনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের সদস্য খুরশিদা বেগম, বেবী আক্তার,রহিমা বেগম,প্রবীণ কর্মসূচির সভাপতি মো. আবুল কালাম মাষ্টার,সাধারণ সম্পাদক দুলাল কান্তি নাথ ও মো. আবু ইউসুফ, সৈয়দ মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল ম্যানেজার মো. নাছির উদ্দিন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট