চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরে গেছে সুয়ালগ ব্রিজের গোড়ার মাটি

যোগাযোগবিচ্ছিন্ন ধোপাছড়ি-বাজালিয়া

চন্দনাইশ

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ

১০ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবান সড়কের বাজালিয়া থেকে শুরু হয়ে সড়কটি উপজেলার ধোপাছড়ি চিড়িংঘাটায় গিয়ে শেষ হয়। সড়কের মাঝপথে বৈতরণী এলাকায় সুয়ালগ ব্রিজটির গোড়ার মাটি সরে যাওয়ায় ধোপাছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে জানা যায়, বান্দরবান সড়কের বাজালিয়া এলাকা থেকে সড়কটি বাজালিয়া, পুরানগড়, ধোপাছড়ি চিড়িংঘাটা হয়ে সড়কপথে যাতায়াতের মাধ্যম। এ সড়কের মাঝপথে বৈতরণী এলাকায় সুয়ালগ ব্রিজের একপাশে গত বর্ষা মৌসুমে মাটি সরে যাওয়ায় দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩ মাস পূর্বে পাহাড়ি ঢলে সুয়ালগ খালের ওপর নির্মিত সুয়ালগ ব্রিজের দক্ষিণ পাশের মাটি সরে যাওয়ায় ধোপাছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা তক্তা ফেলে পায়ে হেঁটে মানুষের চলাচলের ব্যবস্থা করলেও এসব এলাকার রোগী, বয়স্ক লোক, মহিলাদের চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরাও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগে পড়ছে।

ধোপাছড়ি ইউনিয়নের অধিবাসী ও ব্যবসায়ী আবদুল আলীম বলেছেন, গত কয়েক মাস পূর্বে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ব্রিজের একপাশের মাটি সরে গিয়ে ধোপাছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে ব্রিজ পাড় হয়ে দু’ দফা সিএনজিচালিত ট্যাক্সি ব্যবহার করে গন্তব্যস্থানে পৌঁছতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে সাধারণ মানুষের। দীর্ঘ ৩ মাসের অধিককাল ধরে ব্রিজটির সংযোগ সড়ক ঠিক না করায় সাধারণ মানুষের ক্ষোভের কথা জানিয়ে দ্রুত সংযোগ সড়ক স্থাপনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তার পাশাপাশি এলাকাবাসী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট