চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় প্রতিবন্ধী দিবস পালন

১০ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৭ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৫ ডিসেম্বর।

উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাব্বির রাহমান সানি, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, তথ্য কর্মকর্তা কামরুজ্জমান, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, সমবায় কর্মকর্তা আবু মো. হাবিব উল্লাহ পিবলু। স্বাগত বক্তব্য রাখেন সিআরপির সহকারী প্রকল্প অফিসার উম্মে হায়েছা জুলি। উপজলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শ্যামল ভট্টচায্য ডিম্পলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটিয়া আদালতের পিপি এডভোকেট বদিউল আলম, পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. খালেদ, সিআরপির কর্মকর্তা শাকিল আহম্মেদ, সংগঠনের উপদেষ্টা খোকন মল্লিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মো. কাশেম, বধির সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা আমাদের দেশের সন্তান। শিক্ষা চাকুরিসহ যাবতীয় সুযোগ প্রদানের মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকদের মতো প্রতিবন্ধীদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বর্তমান সরকার। তাদের জন্য বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সরকার তাদের যথাযথ মর্যাদা প্রদান করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের জন্য প্রাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট