চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আজ ফাইনালে ওঠার ১ম লড়াই

মেয়র কাপ ফুটবলের সেমিফাইনালে জামাল খান ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড

  নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

সিজেকেএস মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠেছে খেলার যোগ্যতা অর্জন করেছে জামাল খান ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩য় কোয়ার্টার ফাইনালে জামাল খান শীতলের নিপুণ হ্যাটট্রিকের সুবাদে সহজেই ৫-১ গোলে পশ্চিম ষোলশহর ওয়ার্ডকে এবং ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে উত্তর পাঠানটুলী ওয়ার্ড ৩-০ গোলে পাথরঘাটা ওয়ার্ডকে হারিয়েছে। দু-দল কাল ১১ ডিসেম্বর টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এদিকে আজ ১০ ডিসেম্বর টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে চকবাজার ও উত্তর পতেঙ্গা ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলাটি বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হবে।
পশ্চিম ষোলশহরের বিরুদ্ধে একতরফা ম্যাচে জামাল খান ওয়ার্ডের শীতল একাই হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। অপর গোলটি আসে জয়নালের পা থেকে। ৫ গোল হজম করার পর পেনাল্টি থেকে পশ্চিম ষোলশহরের হয়ে ব্যবধান কমিয়েছেন সুজন। খেলা শেষে সেরা মনোনতি সেরা খেলোয়াড় হ্যাটট্রিক ম্যান শীতলের হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ। অপর ম্যাচে প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে পাথরঘাটা ওয়ার্ডের বিরুদ্ধে তিন তিনটি গোল আদায় করে নেয়। এতে ৫১ ও ৬৪ মিনিটে হাবিব আলী ২টি এবং ইনজুরি পিরিয়ডে গোল করেন তানভীর হাসান। খেলা শেষে ম্যাচ সেরা জয়ী দলের তানভীর হাসানকে। তাকে ক্রেস্ট প্রদান করেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। আজকের খেলা: ১ম সেমিফাইনাল-বিকেল ৪টা ৪০ মিনিটে উত্তর পতেঙ্গা বনাম চকবাজার ওয়ার্ড।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট