চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকদের সভা

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথি চিকিৎসক প্রতিনিধি সদস্য ডা. এ.কে.এম ফজলুল হককে অপসারণের দাবিতে চট্টগ্রামের হোমিওপ্যাথি কলেজসমূহের শিক্ষক ও বিভিন্ন রেজিস্ট্রার্ড বৃহৎ হোমিও সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক সভা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন। সহযোগী অধ্যাপক ডা. আবু ইউছুপের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ডা. এম.এইচ.আর রেজাউল করিম, অঞ্জন দত্ত, প্রভাষক শরিফ জামান শরিফ, মো. কাউসার হামিদ, জুলফিকার হায়দার, খোরশেদুল আলম চৌধুরী, রবিউল হোসেন, অধ্যাপক গোপাল ভট্টাচার্য, প্রভাষক এস.এম নুরুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, বোর্ড সদস্য ডা. ফজলুল হক হোমিওপ্যাথির নামে দীর্ঘদিন থেকে রোগীদের অপহোমিওপ্যাথি চিকিৎসা করছেন। তার চেম্বারে গ্যারান্টি সহকারে পাইলস ট্রিটমেন্ট, ইউনানী চিকিৎসা, ডেন্টাল কেয়ারসহ বিভিন্ন চিকিৎসা করা হয় যা হোমিওপ্যাথি নিয়মনীতির বিরুদ্ধে। তিনি বোর্ড সদস্য হওয়ার পর হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, অযোগ্যতা, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা করে আসছেন। তাকে দ্রুত অপসারণ করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট