চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এপেক্স জেলা-৩ এর সম্মেলন

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাবস অফ বাংলাদেশের অন্তর্গত জেলা-৩ এর ৪০তম বার্ষিক সম্মেলন আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে অনুষ্ঠিত সকাল ৯ টায় সম্মেলন শুরু হওয়া সম্মেলন মাঝে নামাজের বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্মেলন চলে। এবারের সম্মেলনের আয়োজক ক্লাব এপেক্স ক্লাব অফ নোয়াপাড়া। সম্মেলনটি পাইওনিয়ার এপেক্স হিসেবে নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী, নিজাম উদ্দিন পিন্টু ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল অতীত জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মফিজউদ্দিন কামাল, এলজিপিএনপি এম কুতুবউদোল্লাহ, ডাক্তার জবিউল, শাহ আলম নিপু, এ আর খান, আনিছুজ্জামান সাথিল, খোরশেদুল আলম অরুন, ইয়াছিন চৌধুরী, মোশাররফ হোসেন চৌধুরী মিশু, এডভোকেট আয়াছুর রহমান, ডক্টর এস এম হাসান আলী, ন্যাশনাল বোর্ড মেম্বার, অতীত জাতীয় নেতৃবৃন্দ, সমাজের কম ভাগ্যবান ব্যক্তিদের জন্য এপেক্স জেলা ৩ অনেক কাজ করেছে। এছাড়া উপস্থিত থাকবেন অতীত আন্তর্জাতিক সভাপতি, অতীত জাতীয় সভাপতিবৃন্দ, লাইফ গভর্নরবৃন্দ, এপেক্স ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, লাইফ মেম্বারবৃন্দ, পিডিজিবৃন্দ, ডিজিবৃন্দ, দেশের বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকবৃন্দ, ২০২০ বর্ষে ক্লাব পর্যয়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের এপেক্সিয়ানবৃন্দ। সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন পিডিজি-৩ এপে. এডভোকেট কামাল উদ্দিন। সচিবের দায়িত্ব পালন করেন পিডিজি-৩ এপে. এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিজি-৩ এপে. এডভোকেট আরশাদুর রহমান রিটু।

ডেলিগেট দের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে এপেক্স ক্লাব অফ সেন্ট্রালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান বেলাল ২০২০ সেবা বর্ষের জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ১৫টি চাটার্ড ক্লাবের ৩০ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করে আগামীর নেতা নির্বাচিত করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট