চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানবাধিকার দিবসের সভায় প্রফেসর ড. ইফতেখার

বিদায় হজের ভাষণ মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বের শ্রেষ্ঠ সনদ

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

হযরত মুহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণে মানবাধিকারের পূর্ণাঙ্গ রূপরেখা মানবজাতির সামনে পেশ করেছেন। দিশেহারা, দিগভ্রান্ত, অসহায় নির্যাতিত-নিপীড়িত মানবজাতির মুক্তিকল্পে তিনি সকল ‘মানুষ’ কে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা পৃথিবীতে কখনও হয়নি । সৃষ্টিকর্তা প্রদত্ত চিরন্তন জীবন বিধান ইসলামকে তিনি দিশেহারা মানবজাতির সামনে তুলে ধরেন যা আজীবন মানবজাতির কাছে মানব মুক্তির শ্রেষ্ঠ সনদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই এক কথায় বলা যায় হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ মানবাধিকার প্রতিষ্ঠার বিশ্বের শ্রেষ্ঠ সনদ। জাতীয় মানবাধিকার ইউনিটি মহানগরের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

সংগঠনের চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে এক আলোচনা সভা ও মানবাধিকার সং সম্মাননা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চবির প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম, সুমন দত্ত। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন সেতারা গফ্ফার, ট্রাস্ট অব হিউম্যান রাইটস চেয়ারম্যান মাসুদা বিলকিছ, ওচমান জাহাঙ্গীর, এম শামসুদ্দোহা, প-িত অরূপ আচার্য্য ও শচীনন্দন গোস্বামী। অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়ার সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম এ নেওয়াজ, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন, সুরেশ দাশ, মো. বায়েজিদ ফরায়েজী, মোহাম্মদ কালিম শেখ, মাসুমা কামাল আঁখি, সাবেক ব্যাংকার প্রদ্যুৎ কুমার বড়–য়া, বরুণ কুমার আচার্য, সুমন চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সংবর্ধিত সংদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট