চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দুর্নীতি মুক্ত থাকার অঙ্গিকার গণ স্বাক্ষরে অংশ নিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী 

বাঁশখালীতে দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংবাদদাতা 

৯ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৯ অপরাহ্ণ

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউটস দলের অংশগ্রহণে মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা পরিষদস্থ দিশারী (কৃষাণ-কৃষাণী) হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেহ, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অসিত সেন, সাব রেজিষ্ট্রার এস.এম আবু মুছা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়,  উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নাঈমুল হাছান, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, আ.ন.ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, আসহাব উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোরশেদ আহমেদ, জোবাইদুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অসিত সেন ও কোরআন তেলোয়াত করেন কমিটির নির্বাহী সদস্য আসিফুল হক চৌধুরী।

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নশীল কর্মকা-ের ধারবাাহিকতা অব্যাহত রাখতে সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি মুক্ত হয়ে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতির কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। দুর্নীতি মুক্ত হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘সরকার আমাদেরকে চাহিদা অনুসারে বেতন দিচ্ছেন। স্বাভাবিক জীবন যাপনে এই বেতনই যথেষ্ট। মুখে যা বলছি তা সত্যি হতে হবে। আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত তা অফিসের সামনেই লিখা আছে। আমরা সকলেই দুর্নীতি মুক্ত হলে এদেশটা এগিয়ে যাবে। ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতিমুক্ত ও সততার সহিত গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়েছে। কথাই নয় কাজেই সততার প্রমাণ দিতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘সরকারের উদ্দেশ্য দুর্নীতি মুক্ত দেশ গড়া। সেই লক্ষ্যে আমাদেরকে অগ্রসর হতে হবে। ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন ছিল। এখন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সফল হয়েছেন। তিনি বাঁশখালীতে সরকারি বেসরকারি সকল দপ্তরে দুর্নীতি অনিয়ম প্রতিরোধে ও এলাকায় মাদক নির্মুলে সর্বস্তরের জনগণ ও প্রশাসনের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান।’

আলোচনা সভা শেষে দুর্নীতি না করার শপথ নিয়ে গণস্বাক্ষরের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর প্রদান করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট