চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গ্রিন ইউনিভার্সিটিতে সংবাদ উপস্থাপনা সার্টিফিকেট কোর্স

১৫ মে, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

টেলিভিশন সংবাদ, অনুষ্ঠান উপস্থাপনা, রিপোর্টিং ও আরজে বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ এবং সম্প্রচার বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্পট লাইট একাডেমি’র মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বল্পমেয়াদি এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দেশের ক্রমবিকাশমান সম্প্রচার গণমাধ্যমে দক্ষকর্মী তৈরির লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহসহ বিভিন্ন অনুষদের ডিন ও সকল বিভাগের চেয়ারপার্সনগণ উপস্থিত ছিলেন। জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন ড. মো. অলিউর রহমান এবং স্পট লাইট একাডেমির চেয়ারপার্সন লোপা হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট